মোবাইল কোর্টে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

বাঁশখালীতে রেস্তোরাঁয় পচা বাসি খাবার পরিবেশন

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বিভিন্ন হোটেল রোস্তারায় পচাঁ বাসি ও অনুন্নত খাবার পরিবেশনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি )এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে বুধবার সকালে হোটেল-রেস্তোরার নিবন্ধন, খাবারের গুণগত মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে বাঁশখালী উপজেলার পৌরসভার জলদি, শীলকুপের টাইম বাজার, চাম্বল বাজার, পুইছড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন, পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের নিমিত্ত সংরক্ষণ, নর্দমার পাশে রান্না ঘর স্থাপন, পোড়া তৈল ব্যবহার এবং লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও হোটেল-রেস্তোরা আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় রয়েল মালঞ্চ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, নিউ সাফরান রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা, ইয়েলো ক্যাপসিকামকে ১৫ হাজার টাকা, আদিবা ভাতঘর এন্ড বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা, ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও বিরানী হাউজকে ১৫ হাজার টাকা, বাবলা হোটেলকে ১৫ হাজার টাকা, কামাল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, বিক্রি, বিপণনের দায়ে চাম্বলের তাসফিয়া ইলেকট্রনিককে ৫ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী বলেন, সাধারন জনগনের কথা বিবেচনা করে অভিযান অভ্যাহত রাখা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে খড়বাহী চলন্ত ট্রাকে আগুন
পরবর্তী নিবন্ধইয়াজিদী বাহিনী এখনো মুসলমানদের ঈমান হরণের চেষ্টায় লিপ্ত