মোট ভোট কাস্ট ৬০ শতাংশ : নির্বাচন কমিশন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে আনুমানিক মোট ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার সময় এ তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি ভোটকেন্দ্র চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আনুমানিক ৬০ শতাংশ ভোট পড়েছে। আমরা কেন্দ্রগুলোতে দ্রুতই ভোট গণনা শুরু করেছি। ভোট গণনা শেষ হলে ফলাফল ঘোষণা করা হবে।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে চাকসু নির্বাচন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব উচ্ছ্বসিত দেখা গিয়েছে প্রতিটি শিক্ষার্থীকে।

প্রসঙ্গত, চাকসু নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ হয়েছে পাঁচটি অনুষদের অধীনে ১৫টি কেন্দ্রে, যেখানে ৬০টি কক্ষে স্থাপিত ৬৮৯টি বুথে ব্যালট পেপারে ভোট নেওয়া হয়। গণনা করা হচ্ছে ওএমআর মেশিনে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন প্যানেলের যত অভিযোগ
পরবর্তী নিবন্ধউৎসবমুখর পরিবেশে ভোট