কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিথুন শিকদার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী ১ নম্বর ওয়ার্ডের পরিমল সিকদারের ছেলে।
নিশান চৌধুরী নামে নিহতের এক ঘনিষ্ঠজন বলেছেন, মিথুনরা সপরিবারে শহরে বসবাস করেন। বৃহস্পতিবার গ্রামের বাড়িতে একটি পূজার অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান শেষ শুক্রবার সকালে শহরে যাওয়ার পথে কাপ্তাই মহাসড়কের মদুনাঘাট ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর
আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।