সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকায় এম এ হাশেম ফাউন্ডেশন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা। পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও টুর্নামেন্ট সাইদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুরের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, রেজাউল করিম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম প্রমুখ।