মোছলেম উদ্দিন আহমদ নিজের জীবন রাজনীতির জন্য উৎসর্গ করেছেন

দক্ষিণ জেলা আ. লীগের স্মরণসভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি, চট্টগ্রাম৮ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা মোছলেম উদ্দিন আহমদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণসভা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম১২ আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাবিবুর রহমান, এড. মুজিবুল হক, শাহাজাদা মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, হায়দার আলী রনি, নুরুল আবছার চৌধুরী, বোরহান উদ্দিন এমরান, আবসার উদ্দিন সেলিম, আ ক ম শামসুজ্জামান চৌধুরী, নুরুল আমিন চৌধুরী, দিদারুল ইসলাম চৌধুরী, জহুরুল ইসলাম জহুর, এস এম বোরহান উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন আইয়ুব আলী প্রমুখ।

সভায় বক্তারা মরহুম মোছলেম উদ্দিন আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মোছলেম উদ্দিন আহমদ নিজের জীবনযৌবন রাজনীতির জন্য উৎসর্গ করেছেন। তিনি একজন ভালো রাজনীতিবিদ ছিলেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মোছলেম উদ্দিন আহমদ রাজনীতির আইকন, রাজনীতির শিক্ষক। নেতৃবৃন্দ বলেন, মোছলেম উদ্দিন আহমদ আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির প্রতি অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিচল ও আস্থাভাজন হয়ে রাজনীতি করে গেছেন। তিনি একজন সংস্কৃতিবান ও রুচিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব। আজ রাজনৈতিক অবক্ষয়ের যুগে মোছলেম উদ্দিন আহমদের জীবন ও কর্ম আমাদের অনুকরণ করতে হবে। মোছলেম উদ্দিন আহমদের রাজনৈতিক জীবন আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে। দলের জন্য একজন নিবেদিত প্রাণ, সফল, ত্যাগী ও বিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে তার আদর্শ আমাদের সকলের হৃদয়ে বেঁচে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএমপি জাবেদের সঙ্গে পদ্মা অয়েল সিবিএ নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধপৌলমির মামা নেই