ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে খোঁজ মিললো দেহ ব্যবসায়ীদের; যারা দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরিকে উদ্ধার করেছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে নগরীর মোগলটুলী কাটা বটগাছ মোড়ের জাফর সওদাগরের বিল্ডিংয়ের আক্তারের ভাড়া ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আক্তার হোসেন (৬৩), আবু হোসেন টিপু (২৯), মো. মজিবুল বশর রাজু (২০), মো. আলমগীর হোসেন আলম (৩৫), মো. ইকবাল হোসেন জুয়েল (৩১), মো. ইসাখানের ছেলে মো. বেলাল খান (৩১), মো. আকাশ (২৫) এবং শুক্কুর (২২)।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, টিপু সাহা নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ১৫ মে রাতে আক্তার হোসেন তাকে ওই ফ্ল্যাটে কথা বলার নামে ডেকে নিয়ে যান। এক পর্যায়ে আক্তারসহ অন্যান্যরা টিপুর ব্যবহৃত ৩টি মোবাইল ও যাবতীয় জিনিপত্র ছিনিয়ে নেন এবং এ কথা জানাজানি হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ঘটনার তদন্তে গিয়ে খোঁজ মিলে দুই কিশোরির, যাদেরকে চাকরির লোভ দেখিয়ে দেহব্যবসায় বাধ্য করা হয়েছে। গত সোমবার রাতে ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়েছে।