নগরের সদরঘাট থানার মোগলটুলি কাটা বটগাছ এলাকা থেকে ‘জাল’ ক্যাবল তৈরির সময় দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ধৃতরা হলেন রিপন মিয়া ও মো. হেলাল উদ্দিন। এ সময় তাদের কাছ থেকে ৯৫ কয়েল ক্যাবল, ১০ কেজি তামার তার ও ২৫০টি নকল স্টিকার জব্দ করা হয়।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমার পরিচালিত অভিযানে রিপন ও হেলালকে আটক করা হয়। বিআরবি কেবল ও আরআর ক্যাবলের প্রতীক চিহ্ন বা ট্রেডমার্ক জাল করে ক্যাবল তৈরি করছিল তারা। ধৃত দুইজনের বিরুদ্ধে সদরঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।