মোগলটুলিতে নকল ক্যাবল তৈরির সময় আটক ৫

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নকল ক্যাবল তৈরির সময় নগরীর মোগলটুলি এলাকা থেকে ৫ জনকে আটক করেছে গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০ কয়েল ক্যাবল, ৩০ কেজি তামার তার, বিআরবি ও আরআর ব্র্যান্ডের নকল ক্যাবল এবং ৪টি পিতলের সিল ও স্টিকার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জহরুল ইসলাম প্রকাশ শাওন (২৭), মো. মামুন (২৮), মো. ফরহাদ (২৩), রসুল আমিন জিহাদ (১৯) ও মো. রুবেল (২৮)। গত শুক্রবার তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) পুলিশ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্যাবল তৈরি করার সময় নকল ক্যাবল তৈরির সরঞ্জামাদিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে শিক্ষাবৃত্তি পেলো ৭৩৩ জন শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক