বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ’৬৯ এর গণআন্দোলনের অন্যতম পুরোধা মরহুম মোখতার আহম্মদের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল গতকাল কদম মোবারকস্থ মহল্লা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মোখতার আহাম্মদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর গোলাম মো. জুবায়ের, বীর মুক্তিযোদ্ধা মো. সোলেমান, বীর মুক্তিযোদ্ধা এস.এম লিয়াকত হোসেন। বক্তব্য রাখেন মশিউর রহমান, নজরুল ইসলাম, মোস্তাফিজ, আসিফ ইকবাল, জাহেদ আনোয়ার, মোহাম্মদ আলী, মৌলানা একরাম হোসেন, মৌলানা আইয়ুব আলী, মঞ্জুর হোসেন, মোহাম্মদ সোলাইমান, মো. সেলিম প্রমুখ। প্রধান অতিথি বলেন, মোখতর আহম্মদ ছিলেন নীতি ও আদর্শের মূর্ত প্রতীক। জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে দেশের মানুষের সেবা করে গেছেন। এছাড়া সকাল ১০টায় চৈতন্যগলিস্থ মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন ও বাদ জোহর কদম মোবারক শাহী জামে মসজিদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।