মে দিবসে আরণ্যকের একরাশ আয়োজন

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

চার দশকের বেশি সময়ের ধারাবাহিকতায় এবারও মে দিবসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে আরণ্যক নাট্যদল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।

আরণ্যক নাট্যদল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে আরণ্যক। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রমিকের বিপ্লবী গান ল’ ইন্টারন্যাশনাল গেয়ে শুরু হবে প্রথম পর্বের অনুষ্ঠান। খবর বিডিনিউজের।

এবারের আয়োজন হবে দুই পর্বে। প্রথম পর্ব সাজানো হয়েছে আলোচনা, গান, আবৃত্তি ও পথনাটকের অভিনয়। মে দিবসের আলোচক নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী। আলোচনায় থাকবেন আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক হারুন রশীদ।

প্রতি বছর মে দিবসকে সামনে রেখে আরণ্যক ‘মে দিবসের কাগজ’ প্রকাশ করে এবং পথনাটক প্রযোজনা করে। এবারো ‘মে দিবসের কাগজের’ নতুন সংখ্যা প্রকাশিত হবে। অভিনীত হবে দুটি পথনাটক। আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে পথনাটক ‘মাটির মহাজন’। নাটকটি রচনা করেছেন অপু মেহেদী, নির্দেশনা দিয়েছেন হাশিম মাসুদ।

এছাড়া আমন্ত্রিত দল হিসেবে নাটকের দল ‘থিয়েটার’ মঞ্চস্থ করবে পথনাটক ‘অদৃশ্য হাত’। নাটকটি রচনা করেছেন খুরশীদ আলম, নির্দেশনা দিয়েছেন রবিন বসাক। দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হবে আরণ্যকের নাটক ‘রাঢ়াঙ’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। স্বাধীনতাত্তোর বাংলাদেশের নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা রেখে আসছে আরণ্যক নাট্যদল। ‘নাটক শুধু বিনোদন নয় শ্রেণিসংগ্রামের সুতীক্ষ্‌ণ হাতিয়ার’ এই ভাবনাকে সামনে রেখে পথ চলছে নাট্যদলটি।

পূর্ববর্তী নিবন্ধচার বছর পর চট্টগ্রামে দ্বিতীয় সেঞ্চুরি মিরাজের গড়লেন বাংলাদেশের দ্রুততম ডাবলের কীর্তি
পরবর্তী নিবন্ধশিল্পকলায় বোধনের সমাবর্তন