বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে নগরে ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সকালে কোতয়ালী, ডবলমুরিং ও পাহাড়তলী এলাকায় তদারকিমূলক কার্যক্রম চালানোর সময় এ জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও কাটা ওষুধ, অনুমোদনহীন সস ও ওষুধ ধ্বংস করা হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোতয়ালী থানার রহমতগঞ্জ এলাকার প্রত্যয় প্লাস স্টোরকে মোড়কজাত পণ্যে নিজের মর্জিমাফিক মূল্য নির্ধারণ করায় ৩ হাজার টাকা, আবদুস সাত্তার রোডের তানভীর ফ্যামিলি স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করায় ৮ হাজার টাকা, মোমিন রোডের মেসার্স ঝাল বিতানকে অনুমোদনহীন সস সংরক্ষণ করায় ২ হাজার টাকা, মেসার্স হক স্টোরকে উৎপাদন-মেয়াদবিহীন পণ্য ও মেয়াদোত্তীর্ণ বোতলজাত আচার সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ডবলমুরিং থানার সিডিএ কর্ণফুলী মার্কেটে নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় খাজা গরীবে নেওয়াজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মার্কেটটির ব্যবসায়ীদের পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে অনুরোধ করা হয়। পাহাড়তলী থানার কাঁচা রাস্তার মাথার জিলানী ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ওষুধ ও অনুমোদনহন ওষুধ সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।