ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, চসিক নির্বাচনকে কেন্দ্র করে নগরজুড়েই চর্চা হচ্ছে রকমারী দফা, ওয়াদা, প্রতিশ্রুতি তথা চটকদার গালভরা বুলির ফুলঝুরি। সুতরাং এক্ষেত্রে গড্ডালিকায় গা ভাসিয়ে দেয়া কোনভাবেই সমীচিন নয়। গতকাল সোমবার চসিক নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদের সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান কাজী জসিম উদ্দীন, অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম খান, এইচ এম মুজিবুল হক শুক্কুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, অধ্যাপক সৈয়দ মাওলানা হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, স ম শহিদুল হক ফারুকী, হাজী আলম রাজু, এম. মহিউল আলম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।