সিজেকেএস ক্লাব সমিতির সাথে সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে। এর আগে ৭ অক্টোবর পর্যন্ত রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।
অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ অক্টোবর। খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ (যদি থাকে) ১১ অক্টোবর হতে ১৩ অক্টোবর প্রকাশ করা হবে। বৈধ খেলোয়াড় তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ অক্টোবর।