বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণার সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেল সোয়া ৪টার দিকে মেয়র গলিতে এ ঘটনা ঘটে। এসময় ওই এলাকার বিএনপি মনোনীত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জিনাতুন নেছাও উপস্থিত ছিলেন। এদিকে ডা. শাহাদাত হোসেনের পক্ষে গতকাল নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক একরামুল করিম।
ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মারুফুল হক অভিযোগ করে বলেন, প্রচারণার সময় পেছনে মাইক লাগানো দুটি সিএনজিচালিত অটোরিকশা পেছনে ছিল। পেছন দিক থেকে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে লাঠি-রড দিয়ে অটোরিকশায় হামলা চালানো হয়। এসময় অটোরিকশা দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেতরে থাকা কাউন্সিলর প্রার্থীর ছেলেসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) নাদিয়া নূর বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য আমরা পাইনি। আমাদের কাছে কোন অভিযোগও আসেনি।