ইকুইটি–মেয়র কাপ অনূর্ধ্ব–১৪ একাডেমি কাপ ক্রিকেটে বেসিক ক্রিকেট একাডেমি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা ১৭ রানে কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বেসিক দলের নুরুল মোস্তফা, আবির ও সাদমানের নৈপুণ্যে তারা জয় ছিনিয়ে নেয়। খেলায় প্রথমে ব্যাট করে বেসিক ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে বেসিক ক্রিকেট একাডমির স্পিন আক্রমণে ৭৯ রানে অলআউট হয়ে যায় কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট একাডেমি। বিজয়ী দলের আহনাফ ৪ ওভারে ১১ রানে ৩ উইকেট লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ–সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামীম, ইকুইটি পরিবারের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সেইলস ম্যানেজার সাঈদ হাসান সাঈদ, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য গাজী সিরাজ, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, মোহাম্মদ ইসমাইল বালি, সিজেকেএস ক্লাব সমিতির কোষাধ্যক্ষ আব্দুল হান্নান আকবর, ডা. সরোয়ার আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর হেলাল উদ্দিন, মুছা বাবলু, জাফর আহমদ, চসিক একাদশের এপিএস মোজাম্মেল হক মানিক, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মাসুম উদ দৌলা সদস্য সচিব মনছুরল হক প্রিন্স, কৃষ্ণ কমল সেন, গিরিধারী বাবুল শামীম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সম্পাদক বিভাগ বড়ুয়া, ফুটবল খেলোয়াড় নাসির নাসির উদ্দিন, অভিজিৎ সাহা রিপন কিশোর রায়, নারায়ন দাস, মোহাম্মদ আরাফাত উল্লাহ সাজু, পঙ্কজ কান্তি দে, সোহেল রহমান পিন্টু, মাসুদসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়গণ। শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে চসিক একাদশের সাবেক খেলোয়াড় শামীম বিল্লাহ, গীরিধারী বাবুলকে বিদায়ী ক্রেস্ট দেওয়া হয়।