মেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে এস এস ও ব্রাদার্স একাডেমির জয়

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ আয়োজিত মেয়র কাপ অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘ দু’মাস পর আবার শুরু হয়েছে। বৃষ্টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাকলিয়া স্টেডিয়ামের মাঠ সংস্কারের জন্য এ বিরতি বলে জানান চসিক একাদশের সাধারণ সম্পাদক মো. আলী আকবর। বাকলিয়া স্টেডিয়ামের মাঠ সংস্কারের কাজ এখনো চলমান থাকায় জেলা প্রশাসকের অনুমোদনক্রমে টুর্নামেন্টের বাকি খেলাগুলো চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এস এস ক্রিকেট একাডেমি এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি জয়লাভ করে। দিনের প্রথম খেলায় এস এস ক্রিকেট একাডেমি ৭৪ রানে মিরসরাই উপজেলা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। আগে ব্যাট করে এসএস ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান করে। জবাবে মিরসরাই উপজেলা ক্রিকেট একাডেমি সব উইকেট হারিয়ে মাত্র ৪০ রান করতে সমর্থ হয়। এতে ম্যাচ সেরা হয় এস এস ক্রিকেট একাডেমির আতিক। সে ৩৮ রান এবং ১টি উইকেট লাভ করে। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন ইকুইটির এ্যাসিস্টেন্ট ম্যানেজার মার্কেটিং এমডি সাজ্জাদ হোসেন। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৯ উইকেটে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। আগে ব্যাট করে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি মাত্র ৫৮ রান তুলে সবাই আউট হয়ে যায়। জবাবে ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১ উইকেট হারিয়ে ৫৯ রান তুলে নেয়। ব্রাদার্স ক্রিকেট একাডেমির আবদুল্লাহ আবির ম্যান অব দি ম্যাচ হয়। সে ৭ রান দিয়ে ৩ উইকেট লাভ করে। তার হাতে পুরস্কার তুলে দেন ইকুইটির সেইলস ম্যানেজার সাইফুদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধডেথ ওভারে সেরা পাঁচে তাসকিন ও মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশ