মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব ১৮ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ ১৭ আগষ্ট রোববার দুপুর ১ টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ নেবে ব্রাদার্স ক্রিকেট একাডেমি এবং ইস্পাহানি ক্রিকেট একাডেমি। খেলা শেষে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সিজেকেএস ক্লাব সমিতির পক্ষ থেকে এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য চট্টগ্রামের সকল খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের আহবান জানানো হয়েছে।