আনোয়ারায় মোটরবাইক ও বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দিদারুল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে বাইকের পেছনে থাকা মো. মারুফ (১৮) ও আহমেদ হোসেন (১৯) নামের আরো দুই যুবক। গত বুধবার রাত ১১টায় উপজেলার বটতলী ইউনিয়নের তালুকদার ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত দিদারুল বারশত ইউনিয়নের গুন্ধীপ গ্রামের আবু তালেবের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মো. কামাল জানায়, গত বুধবার রাতে দিদারুল ইসলাম ও তার দুই বন্ধু বাইকে করে বটতলী রুস্তমহাট বাজার থেকে একটি মেহেদি অনুষ্ঠানে যাওয়ার জন্য পাঞ্জাবি নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তালুকদার ক্লাবের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাকের সাথে তাদের বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় দিদারুল ইসলামের মৃত্যু হয়।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, গত বুধবার রাতে বাইক ও বালুর ট্রাকের মুখোমখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু ও দুই যুবক আহত হওয়ার ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।