রেয়াল মাদ্রিদের জার্সিতে সাফল্যে ভরা একটি মৌসুম কাটিয়ে এবং দলের সব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অসাধারণ এক স্বীকৃতি পেলেন ভিনিসিউস জুনিয়র। এবারের ব্যালন দ’র জয়ী রদ্রি, রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি এবং আরও অনেককে হারিয়ে ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গতকাল মঙ্গলবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ভিনিসিউসকে বিজয়ী ঘোষণা করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। খবর বিডিনিউজের।
২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে গত ২৯ নভেম্বর মনোনীত মোট ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। লড়াইয়ে আরও ছিলেন কিলিয়ান এমবাপে, দানি কার্ভাহাল, আর্লিং হলান্ড, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান ভিরৎজ, জুড বেলিংহ্যাম, লামিনে ইয়ামাল, টনি ক্রুস। বিবেচিত সময়ে জাতীয় দলের হয়ে আশানুরূপ কিছু করতে পারেননি ভিনিসিউস। তবে ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।