কাতার বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। ফলে ফাইনালে তিনি খেলবেন কিনা তা নিয়ে দেখা দেয় শঙ্কা।
তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে মেসি জানালেন, ‘আই এম রেডি, লেটস গো আর্জেন্টিনা’। ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে এই ক্যাপশন দিয়েছেন লিও।
আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে এটি যে তার শেষ ম্যাচ হতে চলেছে তা আগেই ঘোষণা করে দিয়েছেন তিনি। ফলে এই ম্যাচকে ঘিরে মেসিকে নিয়ে উৎসাহ, উদ্দীপনা কম নেই আর্জেন্টিনা ভক্তদের। এখন দেখা যাক মাঠে কতটা উজাড় করে দিতে পারেন মেসি।