মেসির হ্যাটট্রিকে ইতিহাসের পাতায় ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২১ অক্টোবর, ২০২৪ at ১১:৪৯ পূর্বাহ্ণ

মাত্র চারদিন হলো আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি ভেনেজুয়েলার বিপক্ষে। চারদিন পর আবার হ্যাটট্রিক করলেন তিনি। তবে এবার ক্লাব ইন্টার মায়ামির পক্ষে। গতকাল রোববারের ভোরটা কি দারুণভাবেই না কাটল ইন্টার মায়ামির। নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে গোল উৎসব করে গড়ল মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। পেল ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুখবর। এ যেন ইতিহাস গড়া এক রাত মায়ামির জন্য। ক্লাব সমর্থকদের জন্য দিনটি হয়ে থাকল অবিস্মরণীয়।

দ্বিতীয়ার্ধে বদলি নেমে হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। তার দুই গোলে অবদান রাখা লুইস সুয়ারেস করলেন জোড়া গোল। বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচটি ৬২ গোলে জিতেছে মায়ামি। এই জয়ের ফলে ২২ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৭৪। ২০২১ সালে রেভ্যুলেশনের গড়া ৭৩ পয়েন্ট ছাড়িয়ে গড়ল রেকর্ড। এরই মধ্যে সাপোর্টার্স শিল্ড ঘরে তুলেছে মায়ামি। এখন লক্ষ্য অধরা এমএলএস কাপ।

পূর্ববর্তী নিবন্ধপরিস্থিতি স্বাভাবিক হলেই খুলে দেয়া হবে পর্যটন
পরবর্তী নিবন্ধ৩৬ বছর পর ভারতে টেস্ট জিতল নিউজিল্যান্ড