দুই লেগ মিলিয়ে দুই গোলে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসির দিকেই তাকিয়ে ছিল দল। কোচ হাভিয়ের মাসচেরানো অপেক্ষায় ছিলেন চেনা সেই জাদু দেখার। জাদুকর হতাশ করেননি। জোড়া গোল করে দলকে জিতিয়ে তুলে নিয়েছেন সেমি–ফাইনালে। ম্যাচের পর মেসির সঙ্গে ২০ বছরের সম্পর্কের কথা তুলে ধরে মাসচেরানো বললেন একটি অস্বস্তির কথা। ব্যাখ্যা করলেন সেটির কারণও। কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার– ফাইনালে প্রথম লেগে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে ১–০ গোলে হেরে যাওয়া ইন্টার মায়ামি দ্বিতীয় লেগেও পিছিয়ে পড়েছিল শুরুতে। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেয় তারা ৩–১ গোলে। দুই লেগ মিলিয় ৩–২ গোলের অগ্রগামিতায় পৌঁছে যায় সেমিফাইনালে। জোড়া গোল করে জয়ের নায়ক মেসি। ম্যাচ শেষে খ্যাপাটে উদযাপনে মেতে ওঠা কোচ মাসচেরানো আলিঙ্গনে জড়ান দলের সবচেয়ে বড় তারকাকে। মেসির সঙ্গে মাসচেরানোর সম্পর্ক অনেক পুরোনো। আর্জেন্টিনার হয়ে ২০০৫ সালে অভিষেকের সময় থেকেই একসঙ্গে খেলেছেন দুজন।