আর্জেন্টিনার মোকাবেলা করা দেশগুলো আগেই বলেছে লিওনেল মেসিকে আটকানো সহজ নয়। এবার তার সাথে তাল মেলালেন ফ্রান্সের গোলরক্ষক উগো লরিস। তবে মেসি যত দুর্দান্তই হোক তাকে আটকানোর একটি উপায় হলেও খুঁজে বের করবেন বলে জানিয়েছেন টটেনহ্যাম হটস্পার্সের এই তারকা। কাতার বিশ্বকাপে গোলসংখ্যার দিক থেকে এমবাপের সঙ্গে সমান পাঁচ গোল করে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। গোল করিয়েছেন তিনটি। এটিও যৌথভাবে সর্বোচ্চ।
তাছাড়া দলের বাকি সবাই মেসি থেকেই অনুপ্রেরণা নিয়ে জ্বলে ওঠে ম্যাচে। আলবেসিলেস্তেদের এমন দারুণ ফর্ম থামিয়ে দিতে পারবে কে? এমন প্রশ্নের উত্তরে লরিস জানান, খুঁজে বের করবেন উপায়। মেসি সম্পর্কে ফরাসি গোলরক্ষক বলেন, ‘আমি বিশ্বাস করি, একজনের উপর নজর রাখার জন্য এই আসর অনেক বড়।
এখানে দুইটি বড় দেশের মধ্যে ফাইনাল হচ্ছে। অবশ্যই আপনি যখন এরকম খেলোয়াড়ের মুখোমুখি হবেন, তখন স্পেশাল নজর রাখতেই হবে। কিন্তু এটা শুধু তাকে (মেসিকে) নিয়ে না।’
‘দক্ষ খেলোয়াড়দের সমন্বয়ে আর্জেন্টিনা খুব শক্তিশালী দল। তাদের তরুণ খেলোয়াড়রা রয়েছে, যারা সবাই মেসির জন্য নিবেদিত। কিন্তু আমরা সফল হওয়ার চাবি খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাব।’