মেশিনের শব্দে মিশে যায় ঘাম

সৈয়দ আহমেদ বাদল | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:৫৫ পূর্বাহ্ণ

কঠোর শ্রমেই যার দিন পার

গার্মেন্টস শ্রমিকের কারবার;

মেশিনের শব্দে মিশে যায় ঘাম

বেলাশেষে ঘরে নেই খাদ্যের মান।

দুবেলা খাওয়া স্বপ্ন হয়ে রয়

তবুও শ্রমিকের লাঞ্ছনার ভয়।

মালিকের অট্টালিকা আকাশ ছোঁয়

শ্রমিকের ঘর কেন মাটিতে নুয়!

সামান্য টাকার আশায় পোড়ে মন

ঘামঝরা কাজে মজুরি অসম।

তবু চালায় সে জীবনের রথ

মিলে না কভু তার মুক্তির পথ।

মালিকের ছেলে হাসি হাসে মুখ ভরে

শ্রমিকের ছেলে কাঁদে ক্ষুধার তরে;

চাই পরিবর্তন, সমান অধিকার

মজুরী হোক ন্যায্য সবার।

গার্মেন্টস শ্রমিকের হাসি ফিরিয়ে দাও

নিত্যই বৈষম্যের দহন চিরতরে পালাও।

পূর্ববর্তী নিবন্ধকী হতে যাচ্ছে!
পরবর্তী নিবন্ধতোমাকেই বলছি