মেলা

ডি. কে. বড়ুয়া | শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৫:৫০ পূর্বাহ্ণ

মা মাগো, দাওনা আমায়

নতুন জামা কিনে

শিশুসাহিত্য মেলায় যাবো

সুমনা দিদির সনে।

আসবে কত কবি সাহিত্যিক

বরেণ্য গুণী জন

গুণের কথা শুনবো তাদের

দৃষ্টি দিয়ে মন।

কেউ করবে কবিতা আবৃত্তি

কেউ গাইবে গান

এবার গিয়ে দেখে আসবো

জুড়িয়ে নেবো প্রাণ।

বাবাকে বলো, শিখবো আমি

কবিতা আবৃত্তি

তুলে ধরবো দেশের কথা

পুরানো সংস্কৃতি।

গান শিখবো, নাচ শিখবো

গাইবো তালে তালে

নূপুর পায়ে নাচবো আমি

সুরের কলতানে।

আজকে বাবা, আসলে ঘরে

তুমি বলে দিও

নতুন জামা কেনার জন্য

টাকা নিয়ে নিও।

আগামী বারে, গাইব আমি

দেশাত্মবোধক গান

বিজয়ী হয়ে আনবো আমি

সর্বোচ্চ সম্মান।

পূর্ববর্তী নিবন্ধনা-পাওয়ার বেদনা
পরবর্তী নিবন্ধহল্যান্ড থেকে