মেরিন একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালা

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ)’র আওতায় ৪টি পর্বে ৪টি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার একাডেমির অডিটোরিয়ামে কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুরের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা) মো. গোলাম রাব্বী। আলোচক ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট (আইসিটি) জি. এম. ফয়সাল আহমদ। ১ম পর্বে একাডেমির অ্যাডজুটেন্ট ও জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) প্রকৌশলী গোলাম মোস্তফার সঞ্চালনায় ‘শুদ্ধাচার’ বিষয়ক, ২য় পর্বে একাডেমির উধ্বর্তন শিক্ষা কর্মকর্তা (জিআরএস) মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থা’ শীর্ষক, ৩য় পর্বে প্রকৌশলী হিমু বড়ুয়ার সঞ্চালনায় ‘তথ্য অধিকার আইন শীর্ষক ও ৪র্থ পর্বে খালেদ সালাউদ্দিনের সঞ্চালনায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালায় সেবা প্রদান সহজিকরণ, সিটিজেন চার্টার, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, এনআইএস, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, জিআরএস, তথ্য অধিকার আইন, গর্ভনেন্স ও ইনোভেশন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রামে শহরের সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন সরকার
পরবর্তী নিবন্ধচবি ১৯ ব্যাচের গুণী বন্ধুদের সংবর্ধনা অনুষ্ঠান