চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে এ্যাপুলেট ওয়্যারিং সিরিমনি উদযাপিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ইঞ্জিনিয়ারিং ক্যাডেট মোঃ আরাফুল আজিম ভূঁইয়া ও সামিহা সুলতানার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন আই কে তৈমুর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (অঃ দাঃ) মোঃ আতিকুর রহমান, নৌশিক্ষা প্রধান (অঃ দাঃ) ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, এ্যাডজুটেন্ট মেরিন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ওআইসি (ফিমেল ক্যাডেট) জিন্নাত আরা নাছরীন ও অন্যান্য কর্মকর্তা/প্রশিক্ষকগণ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি, ডিভিশনাল অফিসারগণ ও এ্যাডজুটেন্ট ৫৯তম ব্যাচের সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেনদের, ওআইসি (ফিমেল ক্যাডেট) ফিমেল ক্যাডেটদের, উপস্থিত অন্যান্য কর্মকর্তা/প্রশিক্ষকগণ সিনিয়র লিডিং ক্যাডেটদের এবং ৬০তম ব্যাচের জুনিয়র ক্যাডেটদের এ্যাপুলেট পরিয়ে দেন। পরে এ উপলক্ষ্যে ক্যাডেট’স টক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে লিডিং ক্যাডেট তাসদিদ ১ম, সিনিয়র ক্যাডেট সাখাওয়াত ২য় এবং লিডিং ক্যাডেট আজমাইন ৩য় স্থান অধিকার করেন। টপ হিসেবে মিজেন টপ ১ম, মেইন টপ ২য় এবং ফোর টপ ৩য় স্থান অর্জন করে। এ্যাপুলেট অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, ডিভিশনাল অফিসারগণ ও এ্যাডজুটেন্ট বিজয়ী ক্যাডেটদের পুরস্কার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।