পেকুয়ায় গ্যারেজে মেরামতের সময় সিএনজি চালিত একটি টেক্সির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়ির মালিক, গ্যারেজের কর্মচারীসহ অন্তত ৮ ব্যক্তি দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর বাজারের পশ্চিম মাথায় রুহুল আমিনের একটি অটোরিক্সার গ্যারেজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদেরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র।
এ ঘটনায় আহতরা হলেন বিস্ফোরিত টেক্সির মালিক জয়নাল আবেদীন (৩২), গ্যারেজ মিস্ত্রী রুহুল আমিন (৪০), মো. শামিম (১৬), তারেক জিয়া (১৫), মো. তামিম (১৩), তাওহীদুল ইসলাম (১৫), নূর আলম (১২) ও মোহাম্মদ কবু (১২)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পার্শ্বে রুহুল আমিনের গ্যারেজে জয়নাল আবেদীন তার গাড়ির সিলিন্ডারটি লিকেজ ঠিক করতে আনেন। এসময় সিলিন্ডার থেকে গ্যাস বেরোচ্ছিল। এ অবস্থায় গ্যারেজের কর্মীরা সিলিন্ডারে ঝালাই করতে গেলে হঠাৎ চারদিকে আগুন ধরে যায় এবং গ্যারেজে অবস্থানরত লোকজনের গায়ে আগুন লেগে যায়। পরে কর্মীরা দ্রুত বের হয়ে যাওয়ার পর সিলিন্ডারটির আংশিক বিস্ফোরণ হয় ও দোকানে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে নিয়ে যান স্থানীয় ব্যবসায়ীরা।
রোগীদের সাথে থাকা পেকুয়া বাজারের মাছ ব্যবসায়ী আবদুল আলিম জানান, আমরা দগ্ধ অবস্থায় ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে নিয়ে আসি। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী বলেন, আহতদের ৩০ থেকে ৪০ ভাগ শরীরের অংশ পুড়ে গেছে। সবাই আশঙ্কামুক্ত। চিকিৎসা নিলে সবাই সুস্থ হয়ে উঠবে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি অটোরিক্সার গ্যাস সিলিন্ডারে ঝালাই দিয়ে মেরামত করার সময় হঠাৎ চারদিকে আগুন ধরে গেলে এ অঘটন ঘটে। আহতদের একজনকে পেকুয়া জেনারেল হাসপাতালে এবং বাকি ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।