মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি

মোহরায় তিন দোকানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির অভিযোগে নগরীর মোহরার কাজীরহাট বাজারে তিনটি দোকানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। সাথে ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার। উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও ব্যবসায়ী নেতারা।

ফয়েজ উল্যাহ বলেন, মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রি করায় আমরা ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করেছি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর
পরবর্তী নিবন্ধতৈলারদ্বীপের জমিদার বজলুল করিম চৌধুরীর পুত্র শফিউল করিম চৌধুরীর ইন্তেকাল