মেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে সানরাইজ এবং সাইনিং একাডেমির জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের ব্যবস্থাপনায় ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল সোমবার অনুষ্ঠিত খেলায় সানরাইজ ক্রিকেট একাডেমি এবং সাইনিং ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সানরাইজ ক্রিকেট একাডেমি ১০ উইকেটে উদিয়মান একাডেমিকে পরাজিত করে। উদিয়মান একাডেমি প্রথমে ব্যাট করে ১০.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৩০ রান করে। জবাবে সানরাইজ ক্রিকেট একাডেমি ২.৩ ওভার ব্যাট করে বিনা উইকেটে ঐ রান অতিক্রম করে। ম্যান অব দ্যা ম্যাচ সানরাইজ ক্রিকেট একাডেমির সিয়ামের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ফুটবল খেলোয়াড় কৃষ্ণ কমল সেন। দিনের দ্বিতীয় খেলায় সাইনিং ক্রিকেট একাডেমি ৫ উইকেটে জেসিটিএ গ্রিন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। জেসিটিএ গ্রিন ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ১৩.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। জবাবে সাইনিং ক্রিকেট একাডেমি ৫ উইকেট হারিয়ে ৯৩ রান তুলে নেয়। ম্যান অব দ্যা ম্যাচ সাইনিং ক্রিকেট একাডেমির সোহাগের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ফুটবল খেলোয়াড় রিপন কিশোর রয়।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ছাত্রশিবিরের আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রথম চারদিনের ম্যাচ শুরু আজ চট্টগ্রামে