চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পৃষ্ঠপোষকতায় সিডিএফ–মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রামপুর ফুটবল একাডেমি নিজেদের প্রথম খেলায় দাপটের সাথে জিতে শুভসূচনা করে। রামপুর ৬–০ গোলের বড় ব্যবধানে ফরিদ ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১–০ গোলে এগিয়ে ছিল। তুলনামূলকভাবে শারীরিক দিক থেকে এগিয়ে থাকা রামপুর একাডেমি খেলার শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে। বলতে গেলে ফরিদ ফুটবল একাডেমি তাদের প্রতিপক্ষের অর্ধে কোনরকম আক্রমণেই যেতে পারেনি। এরমধ্যেই রামপুর খেলার প্রথমার্ধে অনেকগুলো গোলের সুযোগ হারায়। তা না হলে এ অর্ধেই তারা আরো বেশি গোলের ব্যবধানে এগিয়ে থাকতে পারতো। তাদের আক্রমণগুলো কখনো ফরিদ ফুটবল একাডেমির গোলকিপার ঠেকিয়ে দেয় আবার কখনো আক্রমণভাগের খেলোয়াড়রাই মিস করে। অন্যদিকে ফরিদ ফুটবল একাডেমি তাদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করে। প্রথমার্ধে তারা প্রবল প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখতে সমর্থ হলেও দ্বিতীয়ার্ধে শেষ রক্ষা করতে পারেনি। রামপুর একাডেমি একের পর এক গোল করে তাদের গোলসংখ্যা বাড়িয়ে নিতে সক্ষম হয়। এ অর্ধে তারা আরো ৫টি গোল আদায় করে নেয়। এতে করে অর্ধ ডজন গোলের বিশাল ব্যবধানে জিতে তারা মাঠ ছাড়ে। রামপুর ফুটবল একাডেমির পক্ষে রায়হান ২টি গোল করে। এছাড়া আম্মার, আরিফুল,মং কেচিং এবং আহিদ প্রত্যেকে ১টি করে গোল করে। খেলা শেষে রামপুর ফুটবল একাডেমির বদলি খেলোয়াড় সাইফুল ইসলাম মুন্না এবং ফরিদ ফুটবল একাডেমির আমির হোসেনকে তাদের চমৎকার ফুটবল শৈলীর জন্য পুরস্কৃত করা হয়। এছাড়া টুর্নামেন্টের প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে রিলায়েন্স শিপিংয়ের চেয়ারম্যান মো. রাশেদের পক্ষ হতে পুরস্কার প্রদান করা হবে জানিয়েছে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন। এর আগে ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠানে রং বেরং এর জার্সি পরে ২৮টি দলের ক্ষুদে খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, অন্য প্রতিষ্ঠানকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম হস্থান্তর করা হয়েছে বলে যে গুজব সৃষ্টি হয়েছে তাতে কেউ কান দিবেন না। কেউ সরাসরি ঢাকা থেকে এসে কোন মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে টুর্নামেন্ট করার কোন সুযোগ নেই। সিজেকেএস এই মাঠের সর্বময় ক্ষমতার অধিকারী। তাদের অনুমতি নিয়ে যে কেহ এখানে খেলাধুলার আয়োজন করতে পারবে। মেয়র বলেন, আমরা এখানে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবলসহ সবধরনের টুর্নামেন্টের আয়োজন করব। এই মাঠে আমাদের খেলা চলতে থাকবে। সিডিএফএ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএফএ সহ–সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাম্মদ শাহাজাহান, সাংগঠনিক কমিটির উপদেষ্টা আমিনুল ইসলাম, নিয়াজ মোহাম্মদ খান, সিডিএফএর নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, আবু সৈয়দ মাহামুদ, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান, সালাউদ্দিন জাহেদ, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান, ইয়াছিন আরাফাত পাবলু, চট্টগ্রাম ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, আবু জাহেদ, রায়হান উদ্দীন রুবেল, এম এ মুসা বাবলু, সিডিএফএ কাউন্সিলর মো. জহির প্রমুখ।
আজ টুর্নামেন্টের ৩টি খেলা অনুষ্ঠিত হবে। সব খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পটিয়া ফুটবল একাডেমি বনাম আবদুস সোবহান ফুটবল দল (সকাল ৯টা), সন্দ্বীপ ফুটবল একাডেমি বনাম ব্রাদার্স ফুটবল একাডেমি(বিকাল ৩টা),ফিউচার ফুটবল একাডেমি বনাম কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি(বিকাল ৪টা)।