মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্ট শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৯ এপ্রিল, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব১৩ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ শনিবার। এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এম এ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৩ টায় সে ম্যাচে মুখোমুখি হবে রামপুর ফুটবল একাডেমি এবং ফরিদ ফুটবল একাডেমি। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিবন্ধিত ২৮ টি একডেমি অংশ গ্রহণ করছে। এই ২৮টি একাডেমিকে প্রথম পর্বে ৭ টি গ্রুপে ভাগ করে গ্রুপ লীগ পদ্বতিতে খেলা হবে। পরবর্তী পর্যায়ে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্ট সমাপ্ত হবে। টুর্নামেন্টে মোট ৪৯ টি খেলা অনুষ্ঠিত হবে। আজ শনিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এ টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ফরিদা খানম। ঘোষিত শিড়িউল অনুযায়ী ফাইনাল খেলা কবে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।

পূর্ববর্তী নিবন্ধএমেচার ক্রিকেট লীগের ফাইনালে চিটাগং মাস্টার্স এবং হাক্কানী ক্রিকেট ক্লাব
পরবর্তী নিবন্ধমেসির ছোঁয়াতেই কি বদলে যাচ্ছে মেজর লিগ সকার