ঋতুর পরিবর্তনে বদলে যায় ধরণী। বসন্তে সে নবযৌবনা, বৈশাখে ঊর্বরা আর শীতে রিক্ত শ্রীহীন। এ যেন প্রকৃতির অমোঘ নিয়ম। প্রকৃতির মতো নারীর জীবনেও কালের পরিবর্তনে আসে বদল। পঞ্চাশ পেরুলেই প্রতি মাসের বিশেষ দিনগুলো অর্থাৎ নারীর ঋতুস্রাব বা মাসিক এর চক্র নিবৃত্ত (বন্ধ) হয়ে যায়। এই পরিবর্তনকে ডাক্তারি ভাষায় বলা হয় মেনোপজ। মেনোপজের ফলে হরমোনের অভাবে নারী নানা ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হন। নারীদের মধ্যে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য অক্টোবর মাসকে ‘মেনোপজ সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘মেনোপজে মহিলাদের স্মৃতিভ্রমের সমস্যা’।
নারীর জীবনের এই শীতার্ত সময়কে হেমন্তের উষ্ণতায় ভরিয়ে দেবার অঙ্গীকারে গাইনি চিকিৎসকদের সংগঠন ওজিএসবি (অবস্ট্রেটিক্যাল এন্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ) চট্টগ্রাম শাখা মেনোপজ বিষয়ে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি বিভাগের সাবেক অধ্যাপক ডা. রোকেয়া বেগম এবং ওজিএসবি চট্টগ্রামের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ডা. রওশন মোরশেদ সেমিনারে সভাপতিত্ব করেন। মূল বক্তা ছিলেন ওজিএসবি চট্টগ্রামের বর্তমান প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কামরুন নেসা রুনা এবং মা ও শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আদিবা মালিক। ডা. শোয়েলা শাহনাজ ও ডা. নারগিস আকতারের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশন মেমন মাতৃসদন হাসপাতালের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া। আলোচনায় অংশ নেন চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আকতার, মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শামীমা সিদ্দিকা রোজী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসরিন বানু, ওজিএসবি চট্টগ্রামের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া।
বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন চমেক হাসপাতালের গাইনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিরজিস হক, চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রাশেদা সামাদ, সোসাইটি অব সার্জনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. নুর হোসেন ভূইয়া শাহীন ও সোসাইটি অব সার্জন চট্টগ্রাম শাখার জেনারেল সেক্রেটারি ডা. মইনুদ্দিন মাহমুদ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. বনিতা বিশ্বাস।
সেমিনারে বক্তারা বলেন, মেনোপজের পরে নারীরা পরিমিত জীবন যাত্রা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও হরমোন চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন যাপন করতে সক্ষম থাকেন। এ বিষয়ে নারীদের আরো বেশি সচেতন করার উদ্যোগ গ্রহণের কথা জানান ওজিএসবির নেতৃবৃন্দ।












