মেধাবী সমাজ বিনির্মাণে জ্ঞান অর্জনের বিকল্প নেই

বই বিতরণ উৎসবে বক্তারা

| মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক গত ০৪ জানুয়ারী চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অধ্যক্ষ সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী, প্রভাষক মুহাম্মদ ইলিয়াছ আলক্বাদেরী, মুহাম্মদ আবদুল আলীম, আরবি প্রভাষক মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আনিসুর রহমান ভুইয়া, হাফেজ মুহাম্মদ নুরুচ্ছাফা, মুহাম্মদ কফিল উদ্দিন প্রমুখ। শেষে ছাত্রদের সুস্বাস্থ্য ও ভবিষ্যত জীবনের উন্নতি এবং জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে আসার আহবান জানিয়ে মুনাজাত করেন অধ্যক্ষ মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান।

হারপাড়া উচ্চ বিদ্যালয়
১ জানুয়ারি সরকারের নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মো. নসুরুল্লাহ চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়
চান্দগাঁও বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইছারুল আলম, কমিটির সভাপতি মুহাম্মদ শফিউল আজম, অভিভাবক সাহাবউদ্দিন, শফিকুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক সেলিমা বেগম, রমা ঘোষ, লতিফা চৌধুরী, ইসরাত জাহান, সুলতানা রাজিয়া, ফাহমিদা তাসমিয়া জামান, মুক্তা দাশ, মিলকি দেব, খাইরুন জান্নাত, নুর উদ্দিন খোকন অভিভাবক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

শোভনদন্ডী স্কুল অ্যান্ড কলেজ
পটিয়ার শোভনদন্ডী স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। গত ২ জানুয়ারি অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সদস্য মো. আইয়ুব আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান গণি, যুবলীগ নেতা সুলতান আহমদ খোকা, শিক্ষক মো. আবসার উদ্দিন ও শারমিন সুলতানা।

দক্ষিণ ঢেমশা প্রাথমিক বিদ্যালয়
সাতকানিয়াস্থ ৪৯ নম্বর দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব গত ১ জানুয়ারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা আকতারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ আহমদ লিটন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি, নুরুল হক, পরিচালনা কমিটির সদস্য ফরহাদুল ইসলাম, জাহাঙ্গীর, মো. রাসেল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা বেগম, নিলুফার ইয়াসমিন, হাসনাত বেগম, রহিমা আকতার, ফারজানা শারমিন প্রমুখ।

পেরেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজ
নগরীর চকবাজারস্থ পেরেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ উৎসব গত ১ জানুয়ারি সকাল ১০টায় অধ্যক্ষ জোহরা আবজুন শিউলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন ও স্কুলের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন ডা. এম এ ফজল। শিক্ষক জাবেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রেভা রাণী দাশ, এনামুল হক, আয়েশা আমান, উমা পাল, নাজনীন আক্তার, কলিম উল্লাহ রাহাত, আনিসুল ইসলাম, শান্তা দাশ প্রমুখ।

রহমানিয়া উচ্চ বিদ্যালয়
নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ রহমানিয়া স্কুলে নতুন বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর জেসমিন পারভীন জেসী। আরও উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য মোসলেহ উদ্দিন চৌধুরী, একেএম আলমগীর ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়
গত ১ জানুয়ারি বই উৎসব উপলক্ষে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ১ নম্বর কধুরখীল ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আজম শেফু।
বক্তব্য রাখেন উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশীষ নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, প্রকাশ ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধচুনতীতে টিলার মাটি কাটায় ৮০ হাজার টাকা জরিমানা