বোয়ালখালী, কড়লডেঙ্গা, চট্টগ্রামে অবস্থিত পৌরানিক মেধস আশ্রমে গত ১৬ সেপ্টেম্বর আশ্রমের প্রাক্তন সভাপতি অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। আশ্রমের ভবিষ্যত কর্মপন্থা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ২৫ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. শ্রীপ্রকাশ বিশ্বাসকে সভাপতি ও চেয়ারম্যান কাজল দে’কে সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।