মেডিকেলে ভর্তির ফল আজ না হয় কাল

| রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আগামী দুয়েক দিনের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনার কথা বলেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিঞা। গতকাল শনিবার তিনি এ তথ্য দেন। গত শুক্রবার মেডিকেল কলেজগুলোর ২০২৩২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

টিটু মিঞা বলেন, আমরা সাধারণত একদুইদিনের মধ্যে ফলাফল দিয়ে দিই। পরীক্ষা হয়েছে একদিন হল। আমরা রেজাল্ট পাবলিশ করার জন্য কাজ করছি। আগামীকাল (আজ রোববার) আর্লিয়েস্ট সম্ভাবনা আছে রেজাল্ট পাবলিশ হওয়ার। কাল (আজ) বিকেলে নইলে পরশু (কাল) দিন দিব। শুক্রবার সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন আছে।

পূর্ববর্তী নিবন্ধফেনীতে সাগরিকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
পরবর্তী নিবন্ধরামুতে দুই কোটি টাকার স্বর্ণের চুড়ি জব্দ, তরুণী আটক