মেজর খালেদকে স্মরণ

| বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা মেজর এস এম খালেদ স্মরণসভা গত ৩০ মার্চ নগরীর টিআইসিতে অনুষ্ঠিত হয়। মেজর খালেদ স্মরণসভা কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান খুন হওয়ার পর তৎকালীন সরকারের পুলিশ মেজর খালেদকে আটক করতে ব্যাপক তল্লাশি চালায়। ফলে মেজর খালেদ গোপনে ফটিকছড়ি হয়ে পার্বত্য চট্টগ্রাম সীমান্ত দিয়ে ভারতে চলে যান এবং সেখান থেকে থাইল্যান্ড গিয়ে ছদ্মনামে প্রায় ১০ বছর বসবাস করেন। ১৯৯১ এর ৩০ মার্চ তিনি সেখানেই ইন্তেকাল করেন। মেজর খালেদের মৃত্যু নেই। তার আত্মত্যাগ এ জাতি ভুলতে পারবে না।

মুক্তিযোদ্ধা সংসদ দক্ষিণ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন রাশেদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান, মেজর খালেদের ছোট ভাই সাইফুল্লাহ মোহাম্মদ সালাউদ্দিন, মানস কুসুম রায়, প্রফেসর ইদ্রিছ আলী, কিরণ লাল আচার্য, খায়রুল ইসলাম কক্সী, রমিজউদ্দিন আহমদ, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ, নগর আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী ও স্মরণসভা কমিটি সদস্য সচিব পংকজ কুমার দস্তিদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা এম নুরুল হুদা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এ্যাবের প্রকৌশলী সমাবেশ ও ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধকাল গ্যালেরিয়াতে চট্টগ্রাম সাহুর নাইট শুরু