মেঘের বাড়ি

দীপক বড়ুয়া | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

কেউ কি জানো মেঘের বাড়ি কই

শাদা কাল রঙ মেখে মেঘ করছে যে হইচই

পুব আকাশে মেঘ জমলে পশ্চিমে রঙধনু

সাতটি রঙে রূপের বাহার দেখছিল রূপতনু

মেঘের ঠোঁটে হাসির ঝিলিক শরীরটা তুলতুলে

দখিন ছেড়ে উতুর ছুটে কিসের কৌতূহলে

রূপতনুর ঠিক ইচ্ছে জাগে পড়ুক বৃষ্টি কণা

বৃষ্টি কণা শাদা হবে রইবে যে আলপনা

মেঘের কোলে দুষ্ট হাওয়া ডিগবাজি খায় হেসে

রূপতনুকে দেখে বলে, খেলবে লুডু এসে

রূপতনু ও কমটা কিসে ক্লাস টুতে পড়ে

ঝাকড়া চুলে মেঘকে দেখে রঙতুলিটা ধরে

বলে আবার ও মেঘ তুমি বৃষ্টি ফোটায় ঝরো

রঙতুলিতে আঁকব ফোটা যদি নড়চড়

ভেস্তে যাবে স্বপ্ন রঙিন বৃষ্টি ফোটা আঁকা

কি লাভ বল সযতনে রঙতুলিকে রাখা

বলতে পার মেঘের বাড়ি রূপনগরে কি

বৃষ্টি ফোটা দুরন্ত খুব, বলল বুঝেছি

ফোটাকে নয়, আদর স্নেহ মেঘকে নিয়ে সব

মেঘে হল হৈহুল্লোড় হইচই কলরব।

পূর্ববর্তী নিবন্ধগাঁয়ের কৃষক
পরবর্তী নিবন্ধখোকার আঁকাআঁকি