কী যেন এক ভাবছি আমি
সারাটা দিন মনে,
শীত পড়েছে ঠাণ্ডা হাওয়া
বৈঁচি ফলের বনে।
খেজুর গাছে কলসি বাঁধা
ঝরছে তাতে রস,
হিম-কুয়াশা তখন বেলা
সাতটা বেজে দশ।
একটা পাখি ঠোঁট ডুবিয়ে
করছে রস পান,
আরেক পাখি উড়ে এসে
জুড়লো মধুর গান।
দুইপাখিতে কিচিরমিচির
ঝগড়া বাঁধে জোরে,
কাণ্ড দেখে পায় যে হাসি
মেঘলা শীতের ভোরে।