মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তাকে ধরে পুলিশে দিল ছাত্র-জনতা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৪:৩৭ পূর্বাহ্ণ

মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ নেতা নওশাদ জামালকে ধরে পুলিশে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগ রয়েছে। গতকাল মেঘনা পেট্রোলিয়ামের অফিস থেকে ধরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিক্ষুদ্ধ ছাত্র জনতা। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বলেছে, মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ নওশেদ জামালকে (৫৩) কারাগারে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে আনার আবেদন করা হবে বলেও পুলিশ জানায়। বোয়ালখালীর সারোয়াতলীর খিতাবচর এলাকার মৃত মোহাম্মদ আবু জাফরের পুত্র নওশাদ জামাল। কর্ণফুলী এজেসি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগদানের জন্য গত বছরের ৪ আগস্ট দুপুরে কোতোয়ালী মোড় সংলগ্ন পশ্চিম পাশে বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে নিউমার্কেট মোড়ের দিকে যাওয়ার সময় তার উপর হামলা চালানো হয়। ওই মামলায় নওশাদ জামালকে আসামি করা হয়। কোতোয়ালী থানা পুলিশ তাকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, ২ যুবক নিহত
পরবর্তী নিবন্ধ৩ আগস্ট ইশতেহার ঘোষণা করবে এনসিপি : নাহিদ