নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের সংশোধিত উন্নয়ন প্রস্তাবনা (আরডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। অনুমোদিত আরডিপিপি অনুযায়ী প্রকল্পের ব্যয় ৮ হাজার ৬২৬ কোটি ৬২ লাখ ৩৪ হাজার টাকা। যা মূল ডিপিপি থেকে ৫৩ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। টাকার অংকে ৩ হাজার ১০ কোটি ১২ লাখ ৪৪ হাজার টাকা।
গতকাল রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সিডিএ‘র গৃহীত মেগা প্রকল্পটিসহ ৩৯ হাজার ৯৪ কোটি ৩৩ লাখ টাকায় ৪৪ টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ আগস্ট অনুষ্ঠিত একনেক সভায় প্রথম পাঁচ হাজার ৬১৬ কোটি ৪৯ লাখ টাকায় ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সমপ্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক সিডিএর মেগা প্রকল্পটি অনুমোদন পায়। গত জুন পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি হয় ৮৬ শতাংশ। ২০১৮ সালের ৯ এপ্রিল প্রকল্পটি বাস্তবায়নে সেনাবাহিনীর সঙ্গে সিডিএর সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। পরবর্তীতে নানা প্রক্রিয়া শেষে একই বছরের ২৮ এপ্রিল নগরীর চশমা খাল ছাড়াও মুরাদপুর এলাকার সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন খাল ও বহদ্দারহাট মোড়ের বড় নালা পরিষ্কার করার মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হয়।
গতকাল অনুমোদিত আরডিপিপি অনুযায়ী, প্রকল্পভুক্ত ৩৬টি খাল থেকে কাদা অপসারণ ও মাটি খননে ৩২৪ কোটি ৪৫ লাখ টাকা, ভূমি অধিগ্রহণে ১৮শ ৯১ কোটি টাকা, স্থাপনার ক্ষতিপূরণ খাতে ২২৪ কোটি ৫০ লাখ টাকা, ২১ দশমিক ৪৭ কিলোমিটার ১৫ ফুট চওড়া আরসিসি নির্মাণে ১১৩ কোটি টাকা, আরসিসি প্রতিরোধ দেয়াল নির্মাণে ৪ হাজার ৪৮২ কোটি ৯৮ লাখ টাকা, ৭০ টিআরসিসি কালভার্ট স্থাপনে ৬০ কোটি ৭৭ লাখ টাকা, নতুন ২৭টি সিল্টট্রাপ স্থাপনে ১৪০ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় হবে।