মেগা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আহ্বান

জলাবদ্ধতায় বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ক্ষোভ

| বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আযম, স্থায়ী পরিষদের সহসভাপতি এস এম নুরুল হক, মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, লায়ন নুরুল আলম সংবাদ পত্রে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরেও নগরীর দুঃখ জলাবদ্ধতার কোনো সমাধান চট্টগ্রামবাসী এখনো পায়নি। সরকারের গৃহীত চলমান চারটি মেগা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এবং অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড ও উন্নয়নে সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যবসাবাণিজ্যসহ নগরীর সকল কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়েছে। নানা মেগা প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ না হওয়ায় চট্টগ্রামবাসীর দুঃখও শেষ হচ্ছে না। নেতৃবৃন্দ বলেন, অরক্ষিত খাল, নালা ও ড্রেনে পড়ে প্রতি বর্ষায় প্রাণহানি ঘটছে। গতকালও আজিজুল হক ইমন নামের একজন কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে আছদগঞ্জ কলাবাগিচা খাল থেকে। আর কত মৃত্যু হলে অরক্ষিত খাল, নালা নর্দমা সংস্কার কাজ শেষ হবে? কেন এগুলোকে সুরক্ষার কোনো ব্যাবস্থা নেয়া হচ্ছে না তা চট্টগ্রামবাসী জানতে চায়।

তারা অভিযোগ করেন, জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে বাস্তবায়নাধীন চারটি প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করা সম্ভব হয়নি। বারবার সময় বাড়িয়েও সমন্বয়হীনতার কারণে কাজগুলো শেষ করতে পারছে না। ফলে নগরবাসীর মনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। তাই অবিলম্বে জলবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্পের কাজ শেষ করে নগরবাসীকে দুর্ভোগ থেকে রেহাই দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল আজকাল
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু