আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে হাটহাজারী মেখল পুণ্ডরীক ধামে রাধাষ্টমী মহোৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে ইসকন। দুইদিন ব্যাপি রাধাষ্টমী মহোৎসবের আলোচনা সভায় আশীর্বাদক ছিলেন (জুমের মাধ্যমে) ও জিবিসি শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ। অতিথি ছিলেন ইসকন জিবিসি ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ ও ভক্তিবিনয় স্বামী মহারাজ। প্রধান অতিথি ছিলেন ইসকন বাংলাদেশের সহ সভাপতি নবদ্বীপ স্বামী মহারাজ।
অনুষ্ঠানে পৌরহিত্য করেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) কবির আহমেদ, জুরাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ ঘোষ, হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম, মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। আলোচক ছিলেন নাড়ুগোপাল দাস ও গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। প্রেস বিজ্ঞপ্তি।