হাটহাজারী উপজেলার মেখল উদয়ন সংঘের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান গত ২৫ ডিসেম্বর বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী অশোক দাশ। উদয়ন সংঘের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮নং মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পুন্ডরীক বিদ্যানিদী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাস্টার অশোক কুমার নাথ। বক্তব্য রাখেন অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, সজল সেন, কল্লোল দত্ত নিমাই, লাভলু ভট্টাচার্য্য বাবু, নন্দন দত্ত, প্রিয়তোষ বল, রাজীব সেন, দেবাশীষ ভট্টাচার্য্য রুবেল, বিশ্বজিত বল, রুপম দাশ, উজ্জ্বল মল্লিক, সমীর ভৌমিক, মিথুন ভট্টাচার্য্য, তাপস ভট্টাচার্য্য, তরুন দাশ, চমক সেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।