মেক্সিকোয় পরিত্যক্ত ট্রাক থেকে ৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

| শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

মেঙিকোর ভেরাক্রুজ উপকূলীয় রাজ্যের একটি হাইওয়ে থেকে ৯৪ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসব অভিবাসনপ্রত্যাশীরা পরিত্যক্ত একটি ট্রাকের ভেতর ছিলেন। মেঙিকো কর্তৃপক্ষ জানিয়েছে, যে ট্রাকে অভিবাসপ্রত্যাশীরা ছিলেন, সেটিতে অঙিজেন সংকট দেখা দেয়। কেউ কেউ ট্রাকে গর্ত করে আবার অনেকে ছাদ ভেঙে বেরিয়ে আসেন। খবর বাংলানিউজের।
রাজ্যের অভিবাসী দফতরের প্রধান কার্লোস এনরিক এসকালান্তে জানান, বৃহস্পতিবার ৯৪ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে যারা ট্রাক ভেঙে বেরিয়ে আসেন, অনেকেই আহত ছিলেন। ছাদ ভেঙে পালানোর সময় লাফ দিয়ে অনেকেই হাড়-গোড় ভেঙেছেন।

পূর্ববর্তী নিবন্ধমাঝ আকাশে ভারতের যুদ্ধবিমান ভেঙে দুই পাইলট নিহত
পরবর্তী নিবন্ধইরানের বন্যায় নিহত ২৪, নিখোঁজ ১৯