মৃৎশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হোক

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

পৃথিবীতে মানব সভ্যতার প্রাচীন শৈল্পিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হলো মৃৎশিল্প। এটি শুধু শিল্প নয় বরং আবহমান গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম জৌলুস ফুটে ওঠে এর মাধ্যমেই। কিন্তু কালের বিবর্তনে শিল্পায়নের যুগে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এই মৃৎশিল্প। আধুনিকতার ছোঁয়ায় এর জায়গায় স্থান করে নিয়েছে প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম। যার ফলে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার যেমন দিন দিন বাড়ছে, তেমনি মৃৎশিল্পের ব্যবহারও হারাতে বসেছে।

আমরা প্লাস্টিকের ব্যবহার রোধ করতে চাই কারণ এটি পরিবেশ দূষিত করে। আর মৃৎশিল্পই হতে পারে প্লাস্টিকের সর্বোত্তম বিকল্প। সর্বোপরি, আমরা সকলে যেন এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সচেতন হই। তাই সরকার ও সাধারণ জনগণ উভয়ের পক্ষ থেকেই সর্বাত্মকভাবে চেষ্টা চালানো আবশ্যক।

সুমাইয়া গণি শেফা

১ম বর্ষ,

বাংলা বিভাগ,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধশ্রীকুমার বন্দ্যোপাধ্যায় : গবেষক ও সাহিত্য সমালোচক
পরবর্তী নিবন্ধভাষা আন্দোলনের চেতনার মর্মার্থ ও যথার্থতা