মৃত ব্যক্তির খাটিয়া রাখার জেরে গোলাগুলি

কোতোয়ালীতে আটক দুই, গুলি উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

মৃত ব্যক্তির খাটিয়া রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে গোলাগুলি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুইজন। তাদের কাছ থেকে ৪ রাউন্ড ৭.৬৫ এমএম বুলেট উদ্ধার করা হলেও রিভলবার নিয়ে অপরজন পালিয়ে গেছে। কোতয়ালী থানাধীন কাজীর দেউরি ২নং গলির আবু বক্করের বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার ব্যাপারে কোতোয়ালী থানায় জনতার হাতে আটক দুজন এবং অস্ত্রসহ পালিয়ে যাওয়া সন্ত্রাসীকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, বুলেটসহ আটককৃত এবং মামলার ১নং আসামি মোহাম্মদ খুরশেদ আলমের ভাই মোহাম্মদ শাহজাহান মারা গেলে লাশের খাটিয়া রাখাকে কেন্দ্র করে স্থানীয় আবু ফয়েজসহ কয়েকজনের সাথে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে খুরশেদ আলম উক্ত ঘটনার বিষয়টি মামলার ২নং আসামি মোহাম্মদ মোশারফ হোসেন ও ৩নং আসামি মোহাম্মদ নুরুল আলম সোহাগকে জানায়। বুধবার রাত দুইটা নাগাদ উক্ত তিনজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের গালিগালাজ করতে থাকে। স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলে পলাতক আসামি মোহাম্মদ নুরুল আলম সোহাগ পিস্তল বের করে গুলি ছুঁড়ে। স্থানীয়রা জোটবদ্ধ হয়ে খোরশেদ আলম এবং মোশাররফ হোসেনকে ধরে ফেলে। সোহাগ অস্ত্র উঁচিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে বলে পুলিশ জানায়।

স্থানীয় বাসিন্দারা কোতেয়ালী থানা পুলিশকে ফোনে ঘটনা জানালে পুলিশ এসে আটককৃত দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ তাদের পকেট থেকে ৪ রাউন্ড ৭.৬৫ এমএম বুলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, কুমিল্লার দাউদকান্দি থানার ৬নং বিটিশ্বর ইউপির মৃত মোহাম্মদ তারা মিয়ার পুত্র মোহাম্মদ খুরশেদ আলম (৪২)। সে বর্তমানে গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির ০৭ নং রোডের আকবর সাহেবের বিল্ডিংয়ের নীচতলার খুলশী থানার বাসিন্দা। অপরজন কুমিল্লার মোহাম্মদ মোশারফ হোসেন (২৯)। সে বর্তমান মোহাম্মদপুর গাউছিয়া মসজিদের সামনে বক্করের বাড়ির বক্করের বিল্ডিংয়ের পাঁচলাইশের বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধঅর্থায়ন জটিলতায় আটকে আছে চুয়েট রেল লাইন প্রকল্প
পরবর্তী নিবন্ধটেম্পো-ইজিবাইক সংঘর্ষ বোয়ালখালীতে কিশোরের মৃত্যু