প্রতিদিন দেখি কোথাও বাজছে জীবনের করুণ বাঁশি
কেমন করে নামে ফুরিয়ে যাওয়া মানুষের জীবন সন্ধ্যা
ঝরা পাতার গোঙানি প্রেম বিরহ ও বেদনার বিমূঢ়তা
আঁধারের গায়ে কেমন করে অনায়াসে ঢলে পড়ে রাত।
আমি জানি একদিন থেমে যাবে সব, নিভে যাবে আলো
মৃত্যুর হিম শীতল নীরবতা আমাকে স্তব্ধ করে দেবে
সন্ধ্যার আলোর মতো পশ্চিমের বুকে ফুটবে আঁধার
আঁধারের বুকে নামবে আঁধার মৃত্যুর ঘোলা চোখে।
লোবানের গন্ধ আতরের ঘ্রাণ ব্যথাতুর করে তুলে মন
চোখের জলে তখন ভেসে যায় সবকিছু স্বপ্নেরা চুরমার
সীমিত দিবস রজনী এই ছিলো যে জীবনের উপাখ্যান
শেষ যাত্রা হবে কফিনে মাটির দেহ শায়িত হবে মাটিতে।
দেখেছি সময়ের কাছে ঝলসে যাওয়া জীবনের কান্না
সময়ে–অসময়ে বুকফাটা যন্ত্রণায় ছটফট অস্থির মানুষ
মনের অন্তঃপুরে জমাট বাঁধা মেঘ শুধু উড়ে উড়ে চলে
তখন রোমাঞ্চিত অতীতের পটভূমি বাঁজে বিষাদী সুরে।