নগরীর বন্দর থানাধীন হালিশহর আনন্দবাজার টিজি কলোনী এলাকায় ময়লার ব্যবসার দ্বন্দ্বে খুন হওয়া জসিম উদ্দিন হত্যা মামলায় মূলহোতাসহ দুইজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, মূলহোতা মোহাম্মদ নেজাম উদ্দিন দিপু ও সহযোগী সিয়াম।
গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুই আসামির ৫ দিন করে রিমান্ড চেয়ে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। নগরীর বন্দর থানাধীন হালিশহর আনন্দবাজার ময়লার ডিপো থেকে ময়লা সংগ্রহ ও বিক্রি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ডিসেম্বর জসিমকে গলায় ছুরি চালিয়ে খুন করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের আগে হালিশহর আনন্দবাজার ময়লার ডিপো থেকে ময়লা (ভাত, আপেল, কমলা, হাসপাতালের বর্জ্য) সংগ্রহ করে বিক্রি করত একটি পক্ষ। ৫ আগস্টের পর জসিম ও তার প্রতিপক্ষরা এ ব্যবসার নিয়ন্ত্রণ নেয়। পুলিশ জানায়, ঘটনার পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে আসামি মোহাম্মদ নেজাম উদ্দিন দিপু ও বন্দর এলাকা থেকে আসামি সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ২২ ডিসেম্বর কুমিল্লা থেকে মো. সোহাগ নামের মামলার এজাহারভুক্ত অপর এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।