মূল্য

স্মরণিকা চৌধুরী | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২০ পূর্বাহ্ণ

বুলেট দিলো বর্ণমালা

ভাইয়ের বুকের পাঁজরে

মায়ের চোখে অশ্রু এখন

আদর সোহাগ অন্তরে।

বোনটি যখন খুঁজে বেড়ায়

তার দাদাটি কৈ গেলো

বর্ণমালার দামটা বুঝি

আকাশচুম্বী চাওয়া হলো।

বইটা নিয়ে পড়তে যখন

চোখটা রাখে বর্ণমালায়

ভাইয়ের আদল হেসে বলে

তোর ভাইটি দেখবি আয়।

যেদিন থেকে মায়ের ভাষায়

বর্ণমালায় সুর খোঁজে

সেদিন থেকে ছোট্ট বোনটি

বর্ণমালার দাম বুঝে।

পূর্ববর্তী নিবন্ধএকুশ
পরবর্তী নিবন্ধজীবন